তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোতল ছুঁড়ে মারলেন চেয়ারম্যানকে

ব্যুরো নিউজ,২৩ অক্টোবর:ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বৈঠকে আলোচনা চলছিল। সূত্রের দাবি কটক থেকে একটি সংস্থা এসেছিল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের মতামত দিতে। সেই বৈঠকে প্রথম বক্তা ছিলেন তৃণমূলের কল্যান বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল যখন বক্তব্য রাখছিলেন তখন তাকে বাধা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিহারে হাতির দাঁত পাচারের অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার

জেপিসির বৈঠকে বাদানুবাদ

বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাধা দেওয়ার বিরোধিতা করেন। পাল্টা তাকে আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জেপিসির চেয়ারম্যান জানিয়েছেন বাদানুবাদ চলাকালীন সামনে রাখা কাঁচের বোতল ভাঙেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাঙ্গা বোতল ছুড়ে মারেন জেপিসি চেয়ারম্যানের সামনে। ভাঙা কাঁচে নিজেও জখম হন। জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেছেন আমাদের যে কোন জায়গায় মতানৈক্য হতেই পারে কিন্তু আজ যা ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা তিনি কল্পনাও করতে পারেন না। এইভাবে কোন সাংসদ চেয়ারম্যানের ওপর বোতল ছুড়তে পারেন না। কাল যদি কেউ রিভলভার নিয়ে চলে আসে তাহলে ও অবাক হবেন না তিনি।তিনি আরও বলেন ‘আমার চোখ নষ্ট হতে পারত বা মুখে ক্ষতি হতে পারতো এটা একটা অপরাধ।’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে চারটি সেলাই করতে হয়েছে।

হাওড়ায় সাতসকালে রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে ইডির হানা

তৃণমূল সংসদের আচরণের জন্য তাকে সাসপেন্ড করার প্রস্তাব দেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। সেইমতো ভোটাভুটিতে একদিনের জন্য সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে।এই নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে কিন্তু তিনি ফোন ধরেননি। এর আগেও জেপিসির বৈঠকে বাদানুবাদে বাদে জড়িয়ে ছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর