লেকটাউনে

ব্যুরো নিউজ, ৫ নভেম্ববর :লেকটাউনে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন বাজি ফাটানোকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। রবিবার গভীর রাত প্রায় একটা নাগাদ দক্ষিণ দাড়ির দেবী ঘাটে প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই শুরু হয় বচসা। স্থানীয়দের একাংশের মধ্যে বাজি ফাটানো নিয়ে তর্কাতর্কি শুরু হয় যা ক্রমে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ ঘটনাস্থলে এগিয়ে আসে।

দক্ষিণ কলকাতার কালীপুজো মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের কোন্দলে ভাঙচুর

আহত ইন্সপেক্টর

কালীপূজোর প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু যুবকের

এক পর্যায়ে ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা তাকেও মারধর করে বলে অভিযোগ ওঠে। লেকটাউন থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া মারধরসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের সোমবার বিধান নগর আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

নভেম্বরে শীতের দেখা নেই, আকাশে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ দাড়ির এলাকায় নয় রবিবার রাতে লেকটাউনের আরও একটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ সেখানে এক মহিলাকে কটূক্তি করা হলে তার স্বামী প্রতিবাদ করেন। এরপরই কয়েকজন যুবক এসে তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনায়ও থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর