ব্যুরো নিউজ,১২ অক্টোবর:জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন, এবং এই অবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সম্প্রতি জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে গিয়েছিলেন এবং সেখানে মন্তব্য করেছেন যে, সরকার সঠিকভাবে তাদের দাবির সাড়া দিচ্ছে না। অভিজিৎ বলেন, “তাল কেটে গিয়েছে। ক্ষত বুকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি।”জুনিয়র ডাক্তারদের কর্মসূচি প্রসঙ্গে অভিজিৎ আরও জানান, সরকার যেন মৃত্যু অপেক্ষা করছে। তিনি বলেন, “সরকার চাইছে দু একজনের মৃত্যু ঘটলে তবেই তারা সাড়া দেবে।”
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনঃ রবিবার অরন্ধনের ডাক
নন এমার্জেন্সি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত
অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন যে, সরকার বিভিন্ন দুর্নীতির কারণে সমস্যাগুলি সামনে আসতে চাইছে না এবং ডাক্তারদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে।তিনি উল্লেখ করেন, “যারা প্যান্ডেলে গিয়ে স্লোগান দিয়েছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। আমি তো কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না।”এদিকে, আরজি করের প্রতিবাদে কলকাতার ত্রিধারা পুজো মণ্ডপের বাইরে “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দেওয়ার কারণে ৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ৯ জনের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট, তবে আদালত শর্ত দিয়েছে যে তারা আর কোনও পুজো মণ্ডপের ২০০ মিটার মধ্যে প্রতিবাদ জানাতে পারবে না এবং রাজ্য সরকারের কোনও অনুষ্ঠানে প্রতিবাদও করতে পারবেন না।
হাসপাতালে নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন
আদালতের বিচারপতি শম্পা সরকার জামিনে ১ হাজার টাকার বন্ড রাখার নির্দেশ দিয়েছেন এবং ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত তাদের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে।এদিকে, বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আংশিক কর্মবিরতিতে যাচ্ছেন। কলকাতার ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা নন এমার্জেন্সি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা একযোগে একটি চিঠি পাঠিয়েছেন হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টরের কাছে।