ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:মাত্র এক বছরের পুরনো গাড়ি, যা দেড় মাস আগে শিক্ষা দফতরকে ভাড়ায় দেওয়া হয়েছিল, এবার সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দু। অভিযোগ, এই গাড়ির নীচে চাপা পড়ে আহত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। গাড়িটির চালক ছিলেন রেহান মোল্লা, যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাহন চালাতেন।
নিউ মার্কেটে বেআইনি হকারদের দাপট, পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হকার সংগ্রাম কমিটি
কী ঘটেছিল?
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রদের পাশ দিয়ে গাড়িটি যায়, কিন্তু গাড়ি না থামিয়ে এগিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।গাড়ির মালিক রাজু ঘোষ, যিনি এটি দেড় মাস আগে বিকাশ ভবনে ভাড়ায় দিয়েছিলেন, জানান, শনিবার থেকে চালক রেহানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বারবার ফোন করলেও কখনও ফোন কেটে দেওয়া হয়েছে, কখনও ফোন বাজলেও উত্তর মেলেনি।
চালকের দাবি
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চালক রেহান মোল্লা জানান, গাড়ির কাচ ভেঙে দেওয়ায় তাঁর চোখে-মুখে কাচের টুকরো চলে আসে। তিনি সামনে দেখতে পাচ্ছিলেন না। এমনকি, গাড়ির ওপর বসে থাকা এক ছাত্র ইট মারতে উদ্যত হন। তখনই রেহান ব্রেক কষেন, এবং ছাত্রটি ইঞ্জিন থেকে বাঁ দিকে পড়ে যান।তিনি দাবি করেন, গাড়ির গতি ১০ কিলোমিটারের বেশি ছিল না এবং এত ভিড়ের মধ্যে ৫০-৬০ কিমি গতিতে চালানো সম্ভব নয়।
বর্ধমান মেডিক্যালে ইঞ্জেকশন নিয়ে চাঞ্চল্য, একাধিক প্রসূতির অসুস্থতা ঘিরে উদ্বেগ
গাড়ির মালিকের বক্তব্য
রাজু ঘোষ জানান, গাড়িটি সাধারণত বেলগাছিয়ার এক কোয়ার্টার্সে রাখা হত। ঘটনার পর তিনি গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে সেখানে যান এবং জানতে পারেন, রেহান সকালে সেখানে এসেছিলেন এবং কিছুক্ষণ পর বেরিয়ে যান।এই ঘটনার পর শিক্ষামন্ত্রীর গাড়ি, চালক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশি তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে কি না, সেটাই এখন দেখার বিষয়।