ব্যুরো নিউজ, ২৮ এপ্রিল: সন্দেশখালিতে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে ভোটের বাজারেই তপ্ত রাজ্য রাজনীতি। শাজাহান শেখের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগকে কেন্দ্র করেও উড়ছে একাধিক প্রশ্ন। পাশাপাশি এত অস্ত্র কোথা থেকে কিভাবে এলো সে নিয়েও উঠছে প্রশ্ন। অন্যদিকে রবিবার সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে সন্দেশখালি নিয়ে মমতার বন্দ্যোপাধ্যায় সরকারকে এক হাত নিলেন জে পি নাড্ডা।
সমকামী প্রেম করলে ১৫ বছরের জেল! পাশ হল আইন
সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা জে পি নাড্ডার
এদিন ভিডিও বার্তায় নাড্ডা বলেন, সন্দেশখালিতে নারীদের মর্যাদা ও সম্ভ্রম রক্ষায় যাওয়া তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপরও হামলা হয়েছে। বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনএসজি কমান্ডোদের আসতে হচ্ছে।’
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে বলেন, মমতা দিদি বাংলাকে কীসে পরিণত করেছেন? যেখানে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, সেখানে এখন বোমা-বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় অরাজকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।’ বাংলা মানুষের নিরাপত্তার জন্য NSG-কে নামতে হয়েছে। এর থেকেই বাংলায় মমতার সরকারের অরাজকতা স্পষ্ট। মমতা দিদি ভয় দেখিয়ে ভোট জিততে চাইছে, বাংলার জনতা এর কড়া জবাব দেবে বলে মন্তব্য জে পি নাড্ডার।
অন্যদিকে এদিন রানাঘাটে নির্বাচনী সভা থেকেও সন্দেশখালি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন নাড্ডা। ‘মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে। শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় মহিলারা সুরক্ষিত নয়’