ব্যুরো নিউজ,১ নভেম্বরঃআইপিএলের রিটেনশনে এই বছর দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেএস ক্লাসেন সবথেকে বেশি টাকা পেয়েছেন।সানরাইজার্স হায়দরাবাদ তাকে ২৩ কোটি টাকায় রিটেন করেছে,যেটা অধিনায়ক প্যাট কামিন্সের থেকেও পাঁচ কোটি টাকা বেশি। ক্লাসেনের মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটিং এবং স্পিনের বিরুদ্ধে তার শক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে স্পষ্ট হয়ে গিয়েছিল।
আইপিএল রিটেনশনে শোচনীয় বিপর্যয়ঃ বাদ পড়লেন তারকা ক্রিকেটাররা
কে কত পেলেন?
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তরফে ২১ কোটি টাকায় রিটেন হয়েছেন।আগের রিটেনশনের তুলনায় এবার তাকে বেশি টাকা দেওয়া হয়েছে।এটা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানও ২১ কোটি টাকায় রিটেন হয়েছেন। লখনউ সুপার জায়ান্টস তাকে রিটেন করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে। বাকি চারজন ক্রিকেটারকে মিলিয়ে যেখানে ৩০ কোটি টাকা খরচ করা হয়েছে, সেখানে পুরানের জন্য ২১ কোটি টাকা খরচ করতে পিছপা হননি সঞ্জীব গোয়েঙ্কার।
২০২৪ সালের নভেম্বরঃ নতুন আর্থিক নিয়মাবলী ও পরিবর্তন
অন্যদিকে, জসপ্রীত বুমরাহ (মুম্বই ইন্ডিয়ান্স), রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস), রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস), প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ), সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস) এবং যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস) ১৮ কোটি টাকায় রিটেন হয়েছেন।এছাড়া, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে ১৬.৩৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। রোহিত শর্মার জন্য ১৬.৩ কোটি টাকা খরচ হয়েছে। তবে, আইপিএলের রিটেনশনের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন অক্ষর প্যাটেল, যাকে দিল্লি ক্যাপিটালস ১৬.৫ কোটি টাকায় রিটেন করেছে। এবারের রিটেনশন তালিকা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।