ব্যুরো নিউজ,১ নভেম্বরঃবৃহস্পতিবার ছিল আইপিএলের রিটেনশনের শেষ দিন।এই দিনে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিকেল পাঁচটার মধ্যে তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হত।সেই অনুযায়ী, বিভিন্ন দল তাদের রিটেনশনের সিদ্ধান্ত ঘোষণা করেছে।কিন্তু এই তালিকায় বাদ পড়েছেন একাধিক তারকা ক্রিকেটার,যেটা অনেকেই ভাবতে পারেননি।
শাহরুখের জন্মদিনে মান্নতে রাজকীয় সাজসজ্জা, এখন থেকেই শুরু অনুরাগীদের উৎসব
নিলামের দিকে সকলের নজর
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল শেষ তিন বছর ধরে দলের নেতৃত্বে ছিলেন, তবুও তাকে রিটেন করা হয়নি। একইভাবে, দিল্লি ক্যাপিটালসের তরফে ঋষভ পন্তকেও বাদ দেওয়া হয়েছে। তিনি গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করলেও এবার তাকে নিলামে উঠতে হবে। কলকাতা নাইট রাইডার্সের পেসার মিচেল স্টার্ক আইপিএলের প্লে অফে দুর্দান্ত পারফর্ম করেন, কিন্তু তার জন্য কেকেআর রিটেনশনের সিদ্ধান্ত নেয়নি।এই তালিকায় আরও রয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি, যিনি গুজরাট টাইটানসের পক্ষ থেকে বাদ পড়েছেন।শামির চোটের কারণে তাকে রিটেন করা হয়নি।
দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বোকারোর বাজির দোকানে আগুন
রাজস্থান রয়্যালস দলের অন্যতম সফল ওপেনার জোস বাটলারও বাদ পড়েছেন। তার দীর্ঘস্থায়ী চোটের কারণে তাকে দলে রাখা হয়নি, পরিবর্তে সিমরন হেতমায়েরকে রিটেন করা হয়েছে।কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়স আইয়ারও চ্যাম্পিয়ন হওয়ার পর বাদ পড়েছেন।এটি আইপিএল এর ইতিহাসে নজিরবিহীন।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় সকল বিদেশি ক্রিকেটারকেই বাদ দিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল এবং ফ্যাফ দুপ্লেসিসের মতো তারকাদেরও রিটেন করা হয়নি। এভাবে আইপিএলের রিটেনশনে তারকা ক্রিকেটারদের বাদ পড়া নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, এবং আগামী মাসের নিলামের দিকে সকলের নজর রয়েছে।