instagram-influencer-face-of-death-doing-a-pre-wedding-shoot

পুস্পিতা বড়াল, ২১ মার্চ: হিমাচলের বরফ ঢাকা পাহাড়ে প্রি ওয়েডিং ফটোশুট মাইনাস ২২ ডিগ্রি তাপমাত্রায়। তাও শুধুমাত্র কালো রঙের গাউন পরে। বড়সড় মাশুল গুণতে হল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে এমন শখ পূরণ করতে গিয়ে। তিনি কঠিন হাইপোথার্মিয়ার শিকার হলেন। চিকিৎসা শাস্ত্রে শরীরের তাপমাত্রা আচমকা কমে যাওয়াকেই হাইপোথার্মিয়া বলা হয়। অনেক সময় আক্রান্তের মৃত্যু হওয়ারও সম্ভাবনা থাকে মাত্র এক ঘণ্টার মধ্যেই।

শরীরের তাপমাত্রা আচমকা কমে যাওয়াকেই হাইপোথার্মিয়া বলা হয়

Advertisement of Hill 2 Ocean

বৃহস্পতিতেও মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা! বড় আপডেট হাওয়া অফিসের

আসল ব্যাপারটা কী? সূত্রের খবরে জানা গিয়েছে, আরিয়া ভোরা নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের হিমাচল প্রদেশের স্পিতিতে গিয়ে প্রি ওয়েডিং ফটোশুট সারার পরিকল্পনা ছিল। যেমন ভাবা তেমন কাজ। স্পিতিতে প্রি ওয়েডিং ফটোশুট শুরু করলেন হবু স্বামীর হাত ধরে। কালো রঙের হাতকাটা গাউন পরে হাঁটার ভিডিও তুললেন বরফের মধ্যে। আরিয়া ও তাঁর হবু স্বামী ক্যামেরাবন্দি করলেন নানা রঙের মুহূর্ত।

বামুন বাড়ির মেয়ের হচ্ছে পৈতে? এ কেমন রীতি!

এর পরেই ঘটল চরম বিপত্তি। শীতবস্ত্র না পরার কারণে প্রবল ঠাণ্ডায় ওই পাহাড়েই আরিয়া হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন। চিকিৎসার ভাষায়, শরীরের তাপমাত্রা কমে যায় দীর্ঘক্ষণ ঠাণ্ডার মধ্যে থাকলে। শরীরের তাপমাত্রা কমে দাঁড়ায় ৯৫ ডিগ্রি ফারেনহাইট পর্যাপ্ত শীতবস্ত্র না থাকলে। যেটা তিন ডিগ্রি কম স্বাভাবিকের তুলনায়। এরকম পরিস্থিতিতে থাকলে মানুষের মৃত্যু হতে পারে এক ঘণ্টারও কম সময়ে।

তবে ভাগ্যের জোরে আরিয়ার চরম পরিণতি হয়নি।  বন্ধুরা সকলে হাইপোথার্মিয়া হওয়ার আঁচ পেয়েই ঘিরে ধরেন। তাঁর শরীরের তাপমাত্রা বাড়াতে চেষ্টা করেন শীতবস্ত্র জড়িয়ে। জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ধীরে ধীরে সেরে ওঠেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর