ফোন

অনলাইনে ফাঁস হল Infinix Note 40 Pro+ 5G এর মডেল! কী কী ফিচারস থাকবে এই স্মার্টফোনে?

Infinix Note 40 Pro+ 5G মডেলটিতে কী কী পাবেন আপনি?

 

আপনি কি Oppo Reno 11 5G ফোন কেনার প্ল্যান করছেন?তাহলে আর দেরি না করে আজই দেখে নিন রিভিউ!

 লঞ্চের আগেই ফাঁস হল iQOO Z9 5G মডেলের দাম! কত দামে পাবেন আপনি?

ব্যুরো নিউজ, ১৬ মার্চ, পুস্পিতা বড়াল: Infinix Note 40 Pro+ 5G মডেলটি এই বছরের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে Infinix Note 40 মডেলটি আরও অন্য তিনটি মডেলের সাথে যুক্ত হতে পারে, যার মধ্যে রয়েছে বেস Infinix Note 40, Infinix Note 40 Pro 4G, এবং Infinix Note 40 Pro 5G। তবে এই মডেলটিতে কী কী ফিচারস থাকবে? দেখে নিন একঝলকে!

ফোন

Infinix Note 40 Pro+ 5G মডেলটিতে কী কী পাবেন আপনি?

ব্যাটারি ও চার্জিং পাওয়ার

এই ফোনটিতে পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি এবং অল-রাউন্ড ফাস্টচার্জ 2.0 প্রযুক্তি। সঙ্গে রয়েছে 100W তারযুক্ত দ্রুত চার্জিং পাওয়ার। এছাড়াও এই হ্যান্ডসেটটিতে ম্যাগচার্জ ওয়্যারলেস চার্জিংও থাকবে।

RAM ও স্টোরেজ

এই হ্যান্ডসেটটিতে 12GB RAM এবং 256GB ভেরিয়েন্টের স্টোরেজ পাবেন।

ডিসপ্লে

Note 40 Pro+ 5G স্মার্টফোনে থাকবে একটি বাঁকা AMOLED ডিসপ্লে এবং NFC কানেক্টিভিটি।

তবে Infinix Note 40 Pro+ 5G মডেলটির ক্যামেরা বা দাম সম্পর্কিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই Base Infinix Note 40 and Note 40 Pro মডেলগুলি FCC ওয়েবসাইটে দেখা গেছে। সেখানে বলা হয়েছিল যে, এই ভ্যানিলা মডেলটিতে 45W তারযুক্ত এবং 5W ওয়্যারলেস চার্জিং থাকবে। সঙ্গে থাকবে 12GB RAM and 256GB ভেরিয়েন্টের স্টোরেজ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর