ব্যুরো নিউজ,৪ ডিসেম্বর:বাঙালি পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘পুতুল’ আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে প্রশংসা পেয়েছিল।কান চলচ্চিত্র উৎসবেও ছবিটি সুনাম কুড়িয়েছিল।এবার সেই ছবি আরও একটি বড় সাফল্য অর্জন করল। ‘পুতুল’-এর গান ‘ইতি মা’ অস্কারের ৮৯টি মৌলিক গানের তালিকায় স্থান পেয়েছে। এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুর দিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়। এটি ইতিহাসের একটি মাইলফলক কারণ প্রথমবার কোনও বাংলা গান অস্কারের জন্য মনোনীত হয়েছে।
চা ওয়ালা আমন্ত্রিত মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে! কে এই চা ওয়ালা?
ছবির টিকিট বিক্রি নিজেই করবেন?
এই প্রসঙ্গে ইন্দিরা ধর মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান যখন ‘ইতি মা’ গানটি তৈরি হচ্ছিল, তখন তিনি কখনোই ভাবেননি যে এটি অস্কারের মনোনয়ন পাবে।গানটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।‘পুতুল’-এর এই গানটি অস্কারের সেরা মৌলিক গানের তালিকায় রয়েছে এবং অস্কারের সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্যও মনোনীত হয়েছে। তবে সেরা ছবি ও সেরা বিদেশি ছবির তালিকা এখনও প্রকাশিত হয়নি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় আশাবাদী আগামী ১৭ ডিসেম্বর সেই তালিকা প্রকাশ হলে ‘পুতুল’-এর আরও সফলতা আসবে।এত বড় সাফল্য সত্ত্বেও ইন্দিরা কিছুটা অভিমানিত। তিনি জানান কান চলচ্চিত্র উৎসব থেকে ফেরার পর ‘পুতুল’-এর প্রচার নিয়ে বাংলা মিডিয়া তেমন আগ্রহ দেখায়নি।
রাজ্যে শীতের আমেজ ফিরছে, তাপমাত্রা নামবে চলতি সপ্তাহেই
আন্তর্জাতিক মিডিয়া যখন ‘পুতুল’ নিয়ে আলোচনা করছিল তখন বাংলা মিডিয়া অন্য ছবির প্রচারে ব্যস্ত ছিল। ইন্দিরা বলেন ‘আমি কাউকে কিছু বলতে চাইনি।কাজই সবকিছু বলবে, আর সে কাজ আজ কথা বলছে।’ ১৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে ‘পুতুল’-এর প্রিমিয়ার হবে এবং ২৭ ডিসেম্বর ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। ইন্দিরা জানান তিনি চান বাংলার প্রতিটি প্রান্তে ‘পুতুল’ পৌঁছাক আর এজন্য তিনি নিজেই ছবির ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন। প্রয়োজনে তিনি নিজে গ্রামে গ্রামে গিয়ে ছবির টিকিট বিক্রি করবেন।