india-women-team-defeated-australia-t20-world-cup

ব্যুরো নিউজ,১৪ অক্টোবর:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি টি২০ বিশ্বকাপে ৯ রানে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে হরমনপ্রীত কৌরের অর্ধশতরান কাজে লাগেনি। শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারত ১৪২ রানে থেমে যায়।ম্যাচের শেষ মুহূর্তে অধিনায়ক হরমনপ্রীতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। সে সময়ে ভারতীয় দলের সেরা ব্যাটার হিসেবে তার দায়িত্ব নেওয়ার পরিবর্তে দুবার সিঙ্গলস নেওয়ায় দলের পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে পড়ে।

একাদশীতে অনশন আন্দোলন জারি, জুনিয়র ডাক্তারদের চাপের মধ্যে রাজ্য সরকার

জয় পাওয়ার সম্ভাবনা হ্রাস

১৮তম ওভারে ১২ রান এবং ১৯তম ওভারে ১৪ রান আসার পর, শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। তবে, হরমনপ্রীতের সিদ্ধান্তে দল চাপের মধ্যে পড়ে যায়।২০তম ওভারে যখন ভারতীয় মহিলা দলের ভক্তরা আশা নিয়ে অপেক্ষা করছিলেন, তখন প্রথম বলেই সিঙ্গলস নিয়ে স্ট্রাইক অন্য বোলার পুজা বস্ত্রেকরের হাতে তুলে দেন তিনি। এরপর পুজা আউট হয়ে গেলে, অরুন্ধতী রেড্ডির রানআউটের মাধ্যমে হরমনপ্রীতের স্ট্রাইক ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবে তখনও ৩ বলে ১৩ রান প্রয়োজন ছিল।

এফএমসিজি বিপ্লবঃ মুদির দোকানের ভবিষ্যৎ সংকটে?

এরপরও হরমনপ্রীত ফের সিঙ্গলস নেওয়ায় দলের জয় পাওয়ার সম্ভাবনা হ্রাস পায়। শেষ পর্যন্ত ভারত ৯ রানে ম্যাচ হারায়, যেখানে হরমনপ্রীত মাত্র ২টি গুরুত্বপূর্ণ বল খেলেন।এদিকে, আজ নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে গ্রুপ স্টেজের ম্যাচ হবে, যা ভারত সেমিফাইনালে যাবে কিনা, তার ওপর নির্ভর করছে। উল্লেখ্য, হরমনপ্রীত কৌর এবারের টি২০ বিশ্বকাপে দ্বিতীয়বার অর্ধশতরান করলেও, দলের টপ অর্ডার ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারেননি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর