ব্যুরো নিউজ,৩ ফেব্রুয়ারি:ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল রবিবার দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। নিকি প্রসাদের নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জয় করে ইতিহাস তৈরি করেছে। এর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে, ভারতীয় দল এবং তাদের সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে।এটি ভারতীয় দলের জন্য বিশাল এক আর্থিক পুরস্কার হলেও, বিসিসিআইয়ের পক্ষ থেকে এই পুরস্কারের পরিমাণ আগের মতোই রাখা হয়েছে। ২০২৩ সালে, শেফালি বর্মার নেতৃত্বে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী দলও ৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল। অর্থাৎ, ২ বছর পরেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেও পুরস্কারের পরিমাণ অপরিবর্তিত থাকল।
ভারতের দুর্দান্ত জয়ঃ অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১৫০ রানে হারাল ভারত
ফাইনালে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স
রবিবার, ভারতীয় দল ৫২ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করে। কুয়ালা লামপুরে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে মাত্র ৮২ রান সংগ্রহ করে এবং অল-আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ভ্যান ভুরস্ট ২৩, জেমা বোথা ২৬, ফে কাউলিং ১৫ এবং কারাবো মেসো ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
দ্বিতীয় জমানায় ট্রাম্পের দক্ষিণ আফ্রিকা নিয়ে সতর্কতাঃ আর্থিক সাহায্য বন্ধের হুঁশিয়ারি
ভারতের হয়ে গঙ্গাদি তৃষা ১৫ রানে ৩ উইকেট দখল করেন, পারুনিকা সিসোদিয়া ৬ রানে ২ উইকেট নেন, আয়ুশি শুক্লা ৯ রানে ২ উইকেট পকেটে পুরেন এবং বৈষ্ণবী শর্মা ২৩ রানে ২টি উইকেট সংগ্রহ করেন। শবনম শাকিলও ৭ রানে ১ উইকেট নেন। পাল্টা ব্যাট করতে নেমে ভারত ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে জয় নিশ্চিত করে।
গঙ্গাদি তৃষা ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন, সনিকা চালকে ২২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। অল-রাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কারও পান গঙ্গাদি তৃষা। এছাড়াও, তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে ৩০৯ রান এবং ৭টি উইকেট সংগ্রহ করে এই সম্মান লাভ করেন।