income tax

ব্যুরো নিউজ, ১৩ এপ্রিল: আয়কর রিটার্ন করেছেন তো? না করলে অবশ্যই সাবধান হোন। আয়কর রিটার্ন না করলে কিন্তু এবার আপনাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে সরাসরি আয়কর দফতরের কাছে। ইতিমধ্যে বেশ কিছু মানুষকে চিহ্নিত করা হয়েছে যারা মাসিক আয় থেকে টিডিএস কাটার পরেও রিটার্ন জমা করেননি। তাদের কাছে এবার পৌঁছবে সিবিডিটি।অর্থাৎ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। এবার তাদের কাছে কর না দেওয়ার জন্য জবাবদিহি করতে হবে। এই প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।

ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইসরায়েলের ভূখণ্ডে! কী কারণ এই হামলার পিছনে?

Advertisement of Hill 2 Ocean

করদাতাদের জন্য নয়া নির্দেশিকা

উল্লেখ্য, আয়কর দফতরের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যারা কর দেননি তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। যদিও এবার আয়কর দফতরের কাছে নির্দেশ রয়েছে, কর দাতাদের কাছে প্রয়োজনীয় তথ্য নিয়ে যেতে হবে এবং জানতে চাওয়া হবে তাঁরা রিটার্ন ফাইল কেন করেননি? সুতরাং যারা এখনো রিটার্ন ফাইল করেননি তারা সাবধান।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর