ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি:আইআইটি, দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পড়ার সুযোগ পেতে দেশের হাজার হাজার তরুণ-তরুণী দিনরাত এক করে চেষ্টা করেন। এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করার পর চাকরি পাওয়া, ভালো বেতনে জীবন কাটানোর আশা সব সময়ই থাকে। তবে, এমনও অনেক উদাহরণ আছে যারা আইআইটি থেকে পড়াশোনা করার পর, চাকরি বা ভোগবিলাসের জীবনের পরিবর্তে, আধ্যাত্মিকতার পথে পা রেখেছেন।
রাহু-শুক্রের মিলনে সৌভাগ্য অপেক্ষা করছে ৩ রাশির জন্য। জানুন কোন কোন রাশি?
অনুপ্রেরণা কি?
এই মুহূর্তে এমন এক ব্যতিক্রমী জীবনযাত্রার অনুসরণকারী হিসেবে কুম্ভমেলায় হাজির রয়েছেন অভয় সিং। তিনি আইআইটি বোম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। প্রচলিত ধারণা অনুযায়ী, তিনি হয়তো বড় একটি চাকরি বা ক্যারিয়ার গড়তেন, কিন্তু তিনি এসব ছেড়ে সন্ন্যাস নিয়েছেন। তার জীবন দর্শন এবং এই সিদ্ধান্তে অনেকে অবাক হচ্ছেন। তাঁর মতে, এটাই আসল জীবন।এছাড়া, কুম্ভমেলাতেই দেখা মিলবে আইআইটি দিল্লির আচার্য প্রশান্তেরও, যিনি ব্যবসায়িক জীবন বেছে না নিয়ে আধ্যাত্মিকতার পথে এগিয়েছেন। এমনকি আইআইটি বেনারস (বিএইচইউ) থেকে পড়াশোনা করা অভিরাল জৈনও ২০১৯ সালে সব ছেড়ে সন্ন্যাস নিয়েছেন। তাঁর জীবনও আজ অনেক মানুষের জন্য অনুপ্রেরণা।
মেদিনীপুর মেডিক্যালের ১২ জন চিকিৎসক সাসপেন্ড, প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু
এছাড়া, আইআইটি বোম্বে থেকে পড়াশোনা করা সংকেত পারেখ, আইআইটি কানপুর থেকে স্বামী বিদ্যানাথ নন্দ, এবং আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক হওয়া স্বামী মুকুন্দানন্দের মতো আরো অনেকেই উচ্চ শিক্ষার পর সাধনার পথে অগ্রসর হয়েছেন।এই সব শিক্ষিত সাধুরা যে কোনো দিন ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি করে পৃথিবীকে পরিবর্তন করতে পারতেন, কিন্তু তাঁরা নিজেকে আধ্যাত্মিকতার পথে উত্সর্গ করেছেন। আজ, তারা অনুপ্রেরণার উৎস, নতুন দিশা দেখাচ্ছেন।