ব্যুরো নিউজ, ১০ মে : কংগ্রেস ক্ষমতায় এলে বাবরি মসজিদ তৈরি হবে, এমনই বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস যাতে বাবরি মসজিদ তৈরি করতে না পারে তারজন্য মোদীকে ৪০০ আসন দিতে বলে দাবি অসমের মুখ্যমন্ত্রীর।
কংগ্রেস কি চায় বন্দে ভারত বন্ধ হোক? ক্ষোভ উগড়ে দিলেন রেলমন্ত্রী
মোদীকে ৪০০ আসনে জেতানোর আর্জি অসমের মুখ্যমন্ত্রীর
ওড়িশার এক নির্বাচনী সভায় হেমন্ত বিশ্বশর্মা বলেন, ‘কংগ্রেস অযোধ্যার রাম জন্মভূমিতে বাবরি মসজিদ পুনর্নির্মাণের পরিকল্পনা করছে। তারা যাতে সফল না হতে পারে, সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদী মানুষের কাছে ৪০০টি আসনে জেতানোর আবেদন জানিয়েছেন। মানুষের উচিত বেশি বেশি ভোট দিয়ে মোদীকে ৪০০ আসন উপহার দেওয়া।’ উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার দাবি করেছেন কংগ্রেস ক্ষমতায় এলে রামমন্দিরে তালা ঝুলিয়ে দেবে। তবে এদিন হেমন্ত বিশ্বশর্মা সরাসরি দাবি করলেন ক্ষমতায় এলে রামমন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। তাঁর আরও দাবি বিজেপি শুধু রামমন্দির তৈরি করে থেমে যাবে এমনটা ভাবা ঠিক নয়। বিজেপির আরও বড় লক্ষ্য রয়েছে। সমস্ত মন্দির পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে বিজেপির। তাই মোদীকে ৪০০ আসনে জেতানো জরুরি বলে দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাঝেই কংগ্রেসকে মুসলিম পন্থী দল হিসেবে মন্তব্য কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পথে হাঁটতে দেখে গিয়েছিল অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডাদের। এবার প্রধানমন্ত্রীর সুরেই সুর মেলালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে লোকসভা নির্বাচনের আবহে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।