FY24-25 lounched by Kia EV9

ব্যুরো নিউজ, ১৪ এপ্রিল: এই মাসের শুরুতে বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন মডেলের আপডেট লঞ্চ করার পর কিয়াও পিছিয়ে থাকবে না। শীঘ্রই Kia এর তরফে দুটি নতুন মডেল লঞ্চ করার কথা সামনে এসেছে। এই কোরিয়ান অটোমোবাইল ব্র্যান্ডটি এই বছরের শেষের দিকে দুটি নতুন মডেল আনবে।

বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে ধৃত দুই অভিযুক্তর কি হল?

অটোমোবাইল ব্র্যান্ডটি এই বছরের শেষের দিকে দুটি নতুন মডেল আনবে

দুষ্কৃতীর নিশানায় কি এবার সলমন?

EV9 বৈদ্যুতিক SUV এবং নতুন-জেন কার্নিভাল সহ দুটি নতুন মডেল চলতি আর্থিক বছরে লঞ্চ করা হবে। কার্নিভাল পরের মাসগুলিতে আসবে বলে আশা করা হচ্ছে। Kia ইতিমধ্যেই উভয় গাড়ির পরীক্ষা শুরু করেছে। প্রায় দুই মাস আগে EV9-এর দেখা পাওয়া গেছে। এটি 2WD এবং 4WD একক পূর্ণ চার্জে আনুমানিক 400-500km রাইডিং রেঞ্জ দেবে।

এখনও পর্যন্ত ভারত-স্পেক EV9 সম্পর্কিত বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে আশা করা হচ্ছে, গাড়িটি শুরুতে CBU হিসেবে আসবে, তারপর চাহিদার ভিত্তিতে CKD ভেরিয়েন্টও লঞ্চ হবে। এতে একটি লেভেল 2 ADAS স্যুট, ডুয়াল ডিজিটাল স্ক্রিন, সংযুক্ত গাড়ি প্রযুক্তি, দ্বিতীয় সারির জন্য বৈদ্যুতিকভাবে সামঞ্জস্যযোগ্য আসন, চালিত টেলগেট ইত্যাদি বৈশিষ্ট্য থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর