ব্যুরো নিউজ, ১৪ এপ্রিল: পশ্চিমবঙ্গ থেকে ধৃত আব্দুল মাথিন আহমেদ ত্বহা এবং মুসাভির হুসেন শাজিবকে রামেশ্বরম কাফে বিস্ফোরণের মামলায় বিশেষ এনআইএ আদালত আজ ১০ দিনের হেফাজতের নির্দেশ দিল। তাদের কলকাতা থেকে ট্রানজ়িট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয় গত কাল গ্রেফতারের পরে।
দুষ্কৃতীর নিশানায় কি এবার সলমন?
বিস্ফোরণের ঘটনায় দুই অভিযুক্তর সাজা ঘোষণা করল আদালত
প্রচারে গিয়ে হামলার মুখে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী | ফাটল কপাল
আজ তাদের মেডিক্যাল পরীক্ষা করা হয় আদালতের নির্দেশের পরে। এই প্রসঙ্গে এনআইএ জানিয়েছে, শাজিব কাফেয় বিস্ফোরক রেখেছিল গত ১ মার্চের বিস্ফোরণে। আর ত্বহা ছিল এই ঘটনার মূল চক্রী। শুধু তাই নয়, গোটা ঘটনার পরিকল্পনা করার পাশাপাশি কী ভাবে গ্রেফতারি এড়িয়ে পালিয়ে যাওয়া হবে, ত্বহা তার ছকও কষেছিল।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই দুই জঙ্গিকে গ্রেফতারের জন্য ধন্যবাদ জানিয়েছেন এনআইএ এবং রাজ্য পুলিশকে। আইএস জঙ্গি যোগ রয়েছে ধৃত দু’জনের। অপরদিকে ত্বহা ওয়ান্টেড পাঁচ বছর ধরে, এমনটাই জানা গিয়েছে এনআইএ সূত্রে। ত্বহা জড়িত ছিল ২০২২ সালের মেঙ্গালুরু বিস্ফোরণ ও শিবমোগ্গায় বিস্ফোরণে। শুধু তাই নয়, আল হিন্দ মডিউল মামলাতেও যুক্ত ছিল ২০২০ সালে।