ফরাসী সেনার চোখে ভারতের পিনাকা রকেট সিস্টেম

ব্যুরো নিউজ,১১ নভেম্বর:ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আরও এক বড় সাফল্য অর্জন করল, কারণ এবার ফরাসী সেনা ভারতের তৈরি পিনাকা রকেট সিস্টেমে আগ্রহ প্রকাশ করেছে। এই গুরুত্বপূর্ণ ঘোষণা আসে তখন, যখন ভারতের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে ফ্রান্সের সঙ্গে। পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, যা ভারতের ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) দ্বারা তৈরি, বর্তমানে ফরাসী সেনার দ্বারা মূল্যায়ন করা হচ্ছে।

তৃণমূলের হুমকির পাল্টা শুভেন্দুর প্রতিশ্রুতিঃ ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে, ৭ দিনের মধ্যে টাকা সুদ সহ ফেরত দেব’

ইতিমধ্যেই অর্ডার পেয়েছে

এই রকেট সিস্টেম তৈরি করতে বিভিন্ন ভারতীয় সংস্থা যেমন সোলার ইন্ডাস্ট্রি, লারসেন অ্যান্ড টুবরো, টাটা, এবং অর্ডিন্যান্স ফ্যাকটরি বোর্ডের ভূমিকা রয়েছে। পিনাকা রকেট সিস্টেমের বিভিন্ন ভার্সন বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে এবং একাধিক দেশ এই সিস্টেমের প্রতি আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে আর্মেনিয়া অন্যতম, যারা ইতিমধ্যেই পিনাকা সিস্টেমের অর্ডার দিয়েছে।পিনাকা রকেট সিস্টেমের বিশেষত্ব হল, এটি ৭৫ কিলোমিটার পর্যন্ত টার্গেটে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম। এর বিশেষ ‘ভ্যারিয়েন্ট’ ফরাসী সেনার জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ তাদের প্রয়োজন এমন এক শক্তিশালী এবং কার্যকর রকেট সিস্টেমের, যা তারা এখন মূল্যায়ন করছে। ফরাসী সেনার ব্রিগেডিয়ার জেনারেল রিশৌ জানিয়েছেন, ‘ভারত এমন একটি দেশ, যেখানে এমন অত্যাধুনিক রকেট সিস্টেম তৈরি হয় এবং আমরা এই সিস্টেমটি কেনার বিষয়টি গভীরভাবে বিবেচনা করছি।’

আর্শ ডাল্লা গ্রেফতারঃ খলিস্তানি জঙ্গির কানাডায় শুট আউট 

ফ্রান্সের সেনা কর্মকর্তারা আরও জানিয়ে দিয়েছেন যে, ভারতীয় সেনার এই পিনাকা সিস্টেমের প্রতি আগ্রহ তাদের কাছে এক বড় আশা জাগিয়েছে, কারণ এটি প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত এবং কার্যকর। ফরাসী সেনা বর্তমানে এটি নিয়ে বিস্তারিত মূল্যায়ন চালাচ্ছে। একইসঙ্গে তারা অন্যান্য দেশগুলির তৈরি রকেট সিস্টেমের সঙ্গে ভারতের পিনাকা সিস্টেমের তুলনাও করছে।এছাড়াও, কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ফরাসী সেনা আধিকারিকরা নিশ্চিত করেছেন যে তারা ভারতের পিনাকা সিস্টেমের ব্যাপারে খুবই সিরিয়াস। এর আগে আর্মেনিয়া এবং কিছু অন্যান্য দেশও এই রকেট সিস্টেমের প্রতি আগ্রহ দেখিয়েছে এবং তারা ইতিমধ্যেই অর্ডার দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর