Former SSC officer arrested in recruitment corruption case!

পুস্পিতা বড়াল, ২২ মার্চ: স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিআইডি-র হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার করার পর তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় শুক্রবার। গত ২১ ফেব্রুয়ারি একই মামলায় শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকেও গ্রেফতার করা হয়।

ভোটের আগেই হঠাৎ কেন দিল্লিতে সুকান্ত-শুভেন্দু?

Advertisement of Hill 2 Ocean

শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকেও গ্রেফতার করা হয়

শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন এসএসসির উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান পদে দীর্ঘ দিন ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসএসসির প্যানেল বাতিল হয়ে যাওয়া সত্ত্বেও নিজের পদের প্রভাব খাটিয়ে স্ত্রী জেসমিনকে স্কুলে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছিলেন সিরাজুদ্দিন ২০১৯ সালে। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক আদালতের নির্দেশে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন বাঁকুড়া সদর থানায়।

‘ভোটে জিতলেই পুরস্কার’ রচনার বাম্পার ঘোষণা

সিআইডি অভিযোগ হাতে পেতেই ঘটনার তদন্তভার নেয়। গত ২১ ফেব্রুয়ারি তদন্ত চলাকালীন সিআইডি বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাই স্কুলের সংস্কৃত বিষয়ের শিক্ষিকা জেসমিনকে গ্রেফতার করে। স্ত্রী গ্রেফতার হলেও সিআইডি সিরাজুদ্দিনের খোঁজ পাচ্ছিল না। সিরাজুদ্দিনের আইনজীবী এর মাঝে একাধিক বার আদালতে আগাম জামিনের আবেদন জানালেও বিচারক সেই আবেদন মঞ্জুর করেননি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর