ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলোয় ঘটে গেল একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার রাতে এই বাংলোটিতে আগুন লেগে যায়, ফলে ১০৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাংলোটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। সিংটাম দার্জিলিং শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯০২ সালে ব্রিটিশরা এই বাংলোটি নির্মাণ করেছিল। বর্তমানে এটি পর্যটকদের জন্য আবাসস্থল হিসেবে ব্যবহৃত হত।
আরজি করে তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদঃ আন্দোলন কি সত্যিই অরাজনৈতিক?
কি ভাবে আগুন লাগলো ?
রবিবার মাঝরাতে বাংলোয় আগুন লাগার পর, কর্মীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে অনেক সময় লাগে। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় আগুনের তীব্র শিখা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে, নিমেষে বাংলোটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।এটি প্রথমবার নয়, এর আগে ১৮ জুন রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা হলং বাংলোয় আগুন লেগেছিল। সে সময়ও কোনও পর্যটক সেখানে ছিলেন না, তাই হতাহতের খবর নেই। কিন্তু সেই ঘটনাতেও শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী বাংলোটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছিল। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা হলং বাংলোর পরিদর্শনে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।
ঘোড়ার দাঁড়িয়ে ঘুমানোর অদ্ভুত কারণ কি আপনি জানেন?
এই নতুন অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকরা ও বনকর্মীরা হতাশ এবং মন খারাপ হয়ে পড়েছেন। দুটি শতাব্দী প্রাচীন বাংলোর ভস্মীভূত হওয়া একটি বড় দুঃখের ঘটনা। সকলেই আশঙ্কিত যে, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে।