ব্যুরো নিউজ,২৩ অক্টোবর:হাওড়া স্টেশনে গাড়ি রাখার সমস্যায় যাত্রীদের নাকানিচোবানি খেতে হয়।এবং এই সমস্যা দীর্ঘদিনের। তবে এবার সেই সমস্যা সমাধানে এসেছে একটি নতুন উদ্যোগ। হাওড়া স্টেশনে চালু হচ্ছে ফাস্ট ট্যাগের মাধ্যমে পার্কিং পাওয়ার সুবিধা। এই নতুন পরিষেবাটি ব্যবহার করতে হবে একটি নির্দিষ্ট অ্যাপের সাহায্য।
কলকাতা মেট্রোর চার দশক পূর্তিতে বিশেষ স্মারক দৌড়
সকলের জন্য সুবিধাজনক হবে
যাত্রীদের জন্য এই অ্যাপের মাধ্যমে ফাস্ট ট্যাগ থেকে স্বয়ংক্রিয়ভাবে পার্কিংয়ের জন্য টাকা কেটে নেওয়া হবে। এর ফলে স্টেশনে ঢোকার আগে পার্কিংয়ের ফাঁকা জায়গা দেখা যাবে এবং সেই অনুযায়ী গাড়ি পার্ক করা যাবে। কাজ শেষ হলে যাত্রীরা সহজে বেরিয়ে যেতে পারবেন।এই পরিষেবাটি হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে যৌথ উদ্যোগে চালু করছে “পার্ক প্লাস” নামক একটি সংস্থা। ফাস্ট ট্যাগ ব্যবহারের মাধ্যমে সময় অনুযায়ী পার্কিংয়ের টাকা কাটা হবে।এর ফলে জালিয়াতি ও পার্কিং ফি নিয়ে ঝামেলা কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
কালীপুজোর আগে হাওড়ায় ৪৫০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার
এই সুবিধা ধীরে ধীরে শহরের অন্যান্য স্থানে চালু হবে বলে আশা করা হচ্ছে। এটি যাত্রীদের জন্য আরও সুবিধাজনক এবং নিরাপদ পার্কিং অভিজ্ঞতা দেবে।শহরের যানবাহন ব্যবস্থাপনায় এই নতুন উদ্যোগ নিশ্চিতভাবে এক ইতিবাচক পরিবর্তন আনবে। আশা করা হচ্ছে, এই পদ্ধতি সফল হলে তা অন্যান্য স্টেশন ও পাবলিক স্থানে ব্যবহৃত হবে, যা সকলের জন্য সুবিধাজনক হবে।