ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: নেশায় চুর। এদিকে দিব্যি উঠলেন বিমানে। এরপরেই সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ!
রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে ঘটল এই ঘটনা। তখনও কলকাতা বিমান বন্দর থেকে ছোটেনি বিমান। কলকাতা থেকে যাবে মরুদেশ দুবাইয়ে। বিমান ছাড়বে রাত ৮ টা বেজে ২০ মিনিটে। তার আগেই আকণ্ঠ মদ্য পান করেই বিমান উঠলেন কৌশিক মৌলিক নামে এক যাত্রী। বিমানে উঠেই সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তার বিরুদ্ধে।
সৌর বিদ্যুতেই চলবে চিড়িয়াখানা | জানালেন আম্বানি
কৌশিক মৌলিক নামে ওই ব্যক্তি দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ে যাওয়া ফ্লাই এমিরেটস উড়ান সংস্থার ইকে ৫৭৩ বিমানে ওঠেন। বিমানবন্দরের যাবতীয় চেকিং সেরেই বিমানে ওঠেন। অভিযোগ, বিমানে উঠতেই সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন তিনি। জানা গিয়েছে, ওই ব্যক্তি নেশায় চুর ছিলেন।
ঘটনায় ওই ব্যক্তিকে ফ্লাই এমিরেটস উড়ান সংস্থার ওই বিমান থেকে নামিয়ে দেয় বিমান সেবক- সেবিকারা। ঘটনায় বিমান ছাড়তে ক্ষণিক দেড়ি হয়। রাত ৮টা ৫০ মিনিট নাগাদ ওই মদ্যপ ব্যক্তিকে ফেলেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় উড়ান।