বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছাতে

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : বেড়ানোর পরিকল্পনা করা মানেই নতুন অভিজ্ঞতার জন্য তৈরি হওয়া। কিন্তু সেই আনন্দে বাধা আসতে পারে সঠিক প্যাকিং না হলে। কোথায় যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন, পরিবেশ কী রকম— এসব মাথায় রেখে জিনিসপত্র গোছানো খুবই গুরুত্বপূর্ণ। পোশাক ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি কয়েকটি বিশেষ জিনিস সঙ্গে রাখলে আপনার ভ্রমণ হবে আরও সহজ আর ঝামেলামুক্ত।

প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইতিহাসবিদ অমীয় কুমার বাগচি 

কি কি সেই জিনিস ?

১. ওয়াটার পিউরিফাইং বোতল

ভ্রমণে বিশুদ্ধ জল খাওয়া খুবই জরুরি। ওয়াটার পিউরিফাইং বোতলে থাকা কার্বন ফিল্টার সহজেই জলের ক্লোরিন, ভারী ধাতু ও জীবাণু ছেঁকে ফেলতে পারে। এতে সব জায়গায় জল কিনে খাওয়ার প্রয়োজনও হয় না। বিশেষত পাহাড়ি বা গ্রামীণ এলাকায় এটি খুবই কার্যকর।

২. জলনিরোধী মোবাইল কেস

আজকের দিনে মোবাইল ফোন ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ। হোটেল বুকিং, টিকিট সংরক্ষণ, ব্যাংক লেনদেন— সবই মোবাইলে করা যায়। কিন্তু দুর্ঘটনাবশত ফোন ভিজে গেলে অনেক সমস্যা হতে পারে। তাই ওয়াটারপ্রুফ মোবাইল কেস রাখুন। এটি আপনার ফোনকে সুরক্ষিত রাখবে এবং যেকোনো অবস্থায় ফোন ব্যবহারযোগ্য করে তুলবে।

শীতের জন্য সবথেকে উপকারী এবং স্বাস্থ্যকর শাক হল লাল পালং ,শরীরের কি কি উপকার করে জানেন ?

৩. সোলার চার্জার

বিদ্যুৎহীন জায়গায় বা ভ্রমণে চার্জ শেষ হয়ে যাওয়া বড় সমস্যার কারণ হতে পারে। সোলার চার্জার এই সমস্যার সহজ সমাধান। এটি রোদের আলোয় চার্জ হয়ে আপনার ডিভাইসকে দীর্ঘক্ষণ সচল রাখতে পারে। নিয়মিত ভ্রমণকারীদের জন্য এটি খুবই কার্যকর।

৪. জলনিরোধী টর্চ

রাতে আলো একান্ত প্রয়োজনীয়, বিশেষত যেখানে বিদ্যুৎ পৌঁছায় না। জলনিরোধী টর্চ ছোট এবং সহজে বহনযোগ্য, যা যেকোনো পরিস্থিতিতে আপনার সঙ্গী হতে পারে। অনলাইন থেকে সহজেই পাওয়া যায় এই ধরনের টর্চ।

৫. ‘নয়েজ ক্যানসেলিং’ হেডফোন বা ইয়ারফোন

লম্বা সফরে বাইরে শব্দের বিরক্তি এড়াতে এই হেডফোন খুবই উপযোগী। ট্রেনে বা বিমানে ব্যবহার করলে বাইরের শব্দ প্রায় শোনা যায় না, ফলে আরামে ঘুমানো যায়। ভ্রমণের ক্লান্তি কাটাতে এটি কার্যকর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর