প্রৌঢ়ের ফুসফুস থেকে বের হল নকল দাঁত

ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:বীরভূমের নানুর এলাকার এক প্রৌঢ় দীর্ঘদিন ধরে এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন।২০১৯ সালে প্রথমবার একটি নকল দাঁত ভুল করে গিলে ফেলেন তিনি।সেই নকল দাঁতটি শ্বাসনালী এবং ফুসফুসের সংযোগস্থলে আটকে যায়। ওই সময় থেকেই শুরু হয় তার শ্বাসকষ্ট। তারপর তিনি আরও একটি নকল দাঁত বসিয়েছিলেন, কিন্তু সেটিও একইভাবে খুলে গিয়ে ফুসফুসে আটকে যায়। তার কারণে তার শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে এবং শরীরের অবস্থাও অবনতি হয়।

হুগলির বলাগড়ে পাঁচ বছরের শিশুর রহস্যমৃত্যুঃ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চিকিৎসা বিজ্ঞানের সফলতা


এভাবে ২০২৩ সাল পর্যন্ত, তিনি একের পর এক হাসপাতাল ঘুরে যান, কিন্তু কোথাও কোনও সুরাহা পাননি। প্রথমে দক্ষিণ ভারতের বড় বড় হাসপাতালে গিয়েও সমাধান মেলেনি। তার পরবর্তীকালে, দক্ষিণ ভারতের আরেকটি নামকরা হাসপাতালে গিয়েও একই ফল হয়েছিল। অবশেষে, হতাশ হয়ে কলকাতার এনআরএস হাসপাতালে যান তিনি।এনআরএস হাসপাতালের চিকিৎসকরা তার বিষয়টি নিয়ে সিটি স্ক্যান ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে তদন্ত করেন। সপ্তাহখানেক আগে তারা দাঁত দুটি বের করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তখন সম্ভব হয়নি। পরবর্তীতে, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ ব্যবহার করে কিছুক্ষণের চেষ্টায়, ফুসফুস থেকে দাঁত দুটি বের করা সম্ভব হয়।

হিমন্ত বিশ্বশর্মার বার্তাঃ ‘ব্যর্থতা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি’

এখন প্রৌঢ় সুস্থ আছেন এবং খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এনআরএস হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান ডাঃ জয়দীপ দেব। তার পরিবারের সদস্যরা হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন, কারণ দীর্ঘদিনের কষ্টের পর এখন তিনি স্বস্তি পেয়েছেন।প্রৌঢ়ের ছেলে বলেন, সব জায়গা থেকেই হতাশ হয়ে ফিরতে হয়েছে, কিন্তু এনআরএসের চিকিৎসকরা আমাদের বাবাকে প্রাণে বাঁচিয়েছেন।এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের সফলতা।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর