ইডির জেরার নিয়মে পরিবর্তন

ব্যুরো নিউজ,৩০ অক্টোবর:কিছুদিন আগে বম্বে হাই কোর্টে এক ব্যক্তি মামলা দায়ের করেছিলেন।সেখানে তিনি অভিযোগ করেন যে ইডি তাকে সারা রাত আটক রেখে জেরা করেছে। এই মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাই কোর্ট ইডিকে নির্দেশ দেয় যাতে এই ইস্যুতে অফিসারদের জন্য একটি সার্কুলার জারি করা হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টেও একই বিষয়টি উত্থাপিত হয়।আমরা প্রায়ই শুনে থাকি যে ইডি কোন দুর্নীতিতে অভিযুক্তদের দীর্ঘক্ষণ ধরে জেরা করছে।ঘণ্টার হিসেবে ১২ থেকে ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে জেরা।আবার কখনও শুনি ইডি গভীর রাতে অভিযান চালাচ্ছে। কিন্তু এবার এই দীর্ঘ জেরা করার বিষয়টি বন্ধ হতে চলেছে। বিশেষ করে, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে তাদের বয়ান অফিস টাইমের মধ্যেই রেকর্ড করতে হবে।

আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডাক্তারী লাইসেন্স বাতিলের আগে শুনতে হবে বক্তব্য

উল্লেখযোগ্য পরিবর্তন

এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন।সম্প্রতি ৬৪ বছর বয়সি এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন যে ইডি সংবিধানের ২১ নং ধারার অধীনে তার ‘ঘুমানোর অধিকার’ কেড়ে নিয়েছিল। তিনি আদালতে জানিয়েছিলেন যে, ‘সারা রাত তাকে আটক রেখে তার বয়ান রেকর্ড করা হয়েছিল।’ পরে সেই ব্যবসায়ী গ্রেফতারও হয়েছিলেন।হাইকোর্টের নির্দেশে ইডি ১১ অক্টোবর এই বিষয়ক নির্দেশিকা জারি করেছে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, পিএমএলএ-র ৫০ নং ধারা অনুযায়ী বয়ান রেকর্ডের সময়সীমা নির্দিষ্ট করতে হবে এবং অফিসারদের তাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞপ্তি দিতে হবে।

হেপাটাইটিস বি প্রতিরোধে রাজ্যের সাফল্যঃ অভিনন্দন মুখ্যমন্ত্রীর

এদিকে, ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই একই ইস্যু উঠেছিল। বিচারপতিরা ইডিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। তারা বলেন, ‘স্বল্প নোটিশে কাউকে তলব করে তাকে সারা রাত জাগিয়ে রেখে পরের দিন গ্রেফতার করা ‘ক্ষমার যোগ্য’ নয়।’ শীর্ষ আদালত নির্দেশ দেয়, যদি কাউকে তলব করা হয়, তাহলে অফিসারদের আগে থেকেই প্রশ্নমালা তৈরি রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ে জেরা করতে হবে। এই নতুন নির্দেশিকার ফলে আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং মানুষের অধিকার রক্ষিত হবে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর