ব্যুরো নিউজ, ৩ মার্চ: ৫ জানুয়ারি ইডির উপর হামলার অভিযোগে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ। শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হলে তার ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এবার সেই মামলায় সক্রিয় রাজ্যের তদন্তকারী সংস্থা CID।
গত ১ মার্চ ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করে রাজ্য গোয়েন্দা সংস্থা। আগামী ৩ মার্চ অর্থাৎ আজ কলকাতায় ভবানী ভবনে সিআইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডেপুটি ডিরেক্টরকে। ৩৯ জনের নয়া প্যানেল প্রকাশের নির্দেশ হাই কোর্টের
শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করে ইডি। তাই এবার ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করল রাজ্যের গোয়েন্দা সংস্থা। সিআরপিসির ১৬০ ধারায় সিআইডির অফিসে ডাকা হয়েছে ইডির ডেপুটি ডিরেক্টরকে। সূত্রের খবর, ওই অভিযোগের ভিত্তিতে ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে চাইছে সিআইডি। এর পাশাপাশি জানা গিয়েছে, সিআরপিসির ৯১ ধারায় অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি নিয়েও তাকে হাজির হতে বলা হয়েছে। তবে ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও নোটিস তারা হাতে পাননি। তাই আজ ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল সিআইডির দফতরে যান কি না সেটাই এখন দেখার বিষয়।