প্রয়াগ চিটফান্ড কেলেঙ্কারিতে ইডি’র বড় তল্লাশি অভিযান

ব্যুরো নিউজ,২৬ নভেম্বর:মঙ্গলবার সকাল থেকে প্রয়াগ চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে তল্লাশি শুরু করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট)। কাকভোরে কলকাতার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে চিটফান্ড সংস্থার মালিকের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন, এমন খবর পাওয়া গেছে। এছাড়া কলকাতার আরও কয়েকটি জায়গায়, বিশেষ করে শহরতলির কিছু ঠিকানায় তল্লাশি অভিযান চলছে।

গঙ্গায় বস্তাবন্দি খুন, মৃতদেহ শনাক্তের জন্য তদন্ত চলছে

নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা


এদিন ইডি গোয়েন্দারা কলকাতা ও শহরতলির অন্তত চারটি স্থানে তল্লাশি করছেন। এর মধ্যে একটি ঠিকানা রয়েছে জোকা ডায়মন্ড হারবার রোডের পাশে। এই অভিযান একটি নির্দিষ্ট অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।প্রয়াগ চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় সিবিআই ২০১৭ সালে গ্রেফতার করেছিল প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি এবং তার ছেলে অভীক বাগচিকে। তাদের বিরুদ্ধে আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সেই সময় থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এবং এবার ফের সক্রিয় হয়েছে ইডি।

আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনে চমক! কে কোন দল পেলেন, কিভাবে চলছে নিলাম?

চলতি তল্লাশি অভিযানটি প্রমাণ করে, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ইডি কোন ছাড় দিতে চায় না এবং তারা অব্যাহতভাবে অভিযানে জোর দিচ্ছে। এই তল্লাশি কার্যক্রমের মাধ্যমে অনেক নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর