ব্যুরো নিউজ,২৮ অক্টোবর:দুর্গাপুরের ইস্পাত কারখানার (ডিএসপি) এক আধিকারিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।৫৪ বছর বয়সী আধিকারিক সমিত ভট্টাচার্য নামে ওই জেনারেল ম্যানেজার শনিবার কারখানায় কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। প্রায় ১৫ ঘণ্টা পরে রবিবার ভোরে লিফটের বেসমেন্ট থেকে তার দেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
‘ডিজিটাল অ্যারেস্টে’র মাধ্যমে প্রতারণাঃ প্রধানমন্ত্রীর সতর্কবার্তা সাইবার অপরাধ নিয়ে
সঠিক তদন্তের অপেক্ষায়
কারখানার কর্মীরা জানান, এক আধিকারিক রুটিন পরিদর্শনে বের হলে জংশন ২৫ বাংকারের লিফটের নিচে সমিতকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ অন্যদের খবর দেন এবং পুলিশে যোগাযোগ করা হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কীভাবে লিফটের নিচে পৌঁছালেন তিনি, তা নিয়ে রহস্য বাড়ছে।পুলিশ, সিআইএসএফ এবং ডিএসপির পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, শনিবার সকালে সমিত কাজ করতে এসে নিখোঁজ হন। তার ব্যাগ ও খাবার কারখানায় পড়ে থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বেজে গেলেও কেউ ধরেনি।
কালিয়াচকে রেশন ডিলারের দুর্নীতিঃ ৭ কোটি টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল
দীর্ঘ সময় পরও খোঁজ না পাওয়ায় দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়িতে মিসিং ডায়েরি করা হয়।সমিতের স্ত্রী ও ছেলের কাছে এই আকস্মিক মৃত্যুর খবর পৌঁছানোর পর শোকের ছায়া নেমেছে। তদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এ ঘটনার পর কারখানায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে, এবং সবাই এখন এর সঠিক তদন্তের অপেক্ষায় রয়েছে।