ব্যুরো নিউজ, ১০ মার্চ: অচৈতন্য অবস্থায় মার্চ মাসের ১ তারিখ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ।
পর্নদুনিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সোফিয়া লিওনি। সূত্রের খবর অনুযায়ী, ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার হয় ১ মার্চ। তবে তাঁর পরিবারের লোকজন সোফিয়ার মৃত্যুর খবর এতদিন লুকিয়েই রেখেছিলেন। অভিনেত্রীর ভাই সম্প্রতি পুলিশের কাছে সোফিয়ার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন।
কলকাতাতেই পূজিত হচ্ছেন অমিতাভ বচ্চন! অমিতাভের মন্দির বানিয়ে নিত্য পুজো করেন ভক্ত
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অচৈতন্য অবস্থায় মার্চ মাসের ১ তারিখ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর দেহ উদ্ধার হয়। চিকিৎসকেরা পরে তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে সোফিয়ার মৃত্যুর খবর চেপে যায় অভিনেত্রীর পরিবার। আর তা থেকেই জন্মায় সন্দেহ। স্থানীয় পুলিশেরা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে মৃত্যুর কারণ সম্পর্কে।
সোফিয়া লিওনি পর্নদুনিয়ায় পা রাখেন আঠারো বছর বয়স থেকেই। তিনি প্রথম থেকেই নজর কাড়েন পর্নদুনিয়ায়। একের পর এক নীল ছবিতে অভিনয় এবং ন্যুড মডেলিং করে পুরুষ মহলে ঝড় তোলেন। তিনি বেশ কয়েকটা পুরস্কারও পান। তবে মাত্র ২৬ বছর বয়সে জনপ্রিয়তার শিখরে থেকেই তাঁর মৃত্যু হল। তবে সোফিয়ার মৃত্যু স্বাভাবিক নাকি খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবার কেনই বা এই মৃত্যুর খবর লুকিয়েছে, মার্কিন পুলিশ তা নিয়ে তদন্তে নেমেছে।