শীতের সময় বারান্দা

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর : শীতকালে রোদ ঝলমলে দিনের বারান্দায় বসে পছন্দের বই হাতে গরম চা বা কফির কাপে চুমুক—এর মতো আরামের অনুভূতি আর কী হতে পারে! দক্ষিণমুখী কোনো বারান্দা থাকলে সেখানেই সময় কাটাতে চাইবেন সবাই। শুধু দিনের আলো নয়, সান্ধ্য পার্টির জন্যও এই জায়গাটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। প্রয়োজন শুধু সঠিক সাজসজ্জা।

পুরুষের ভুল ইনার ব্যবহারেই বিপদ! পুরুষদের যৌনস্বাস্থ্য রক্ষার ১০টি জরুরি টিপস

বারান্দা সাজানোর সহজ টিপস:

১. আরামদায়ক বসার ব্যবস্থা:
শীতের নরম রোদ উপভোগের জন্য আরামদায়ক চেয়ার বা কেদারার বিকল্প নেই। জায়গা কম থাকলে ছোট আকারের নরম সোফা বেছে নিতে পারেন। সান্ধ্য পার্টির জন্য মানানসই একটি টেবিল রাখুন। একাধিক তাকবিশিষ্ট বা নীচে জিনিসপত্র রাখার সুবিধাযুক্ত টেবিল হলে আরও ভালো। এতে খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখাও সহজ হবে।

২. রাগ বা গালিচা:
গালিচা বা রাগ বারান্দার চেহারাই বদলে দিতে পারে। বাহারি ডিজাইনের একটি কার্পেট বা ছোট গালিচা মেঝেতে রাখলে শীতের দিনে ঠান্ডা মেঝে আরামদায়ক হয়ে উঠবে। পায়ের আরাম বজায় থাকবে এবং পরিবেশে উষ্ণতার ছোঁয়া আসবে।

৩. গাছপালা দিয়ে সাজানো:
সবুজের উপস্থিতি বারান্দাকে প্রাণবন্ত করে তোলে। পাতাবাহারি গাছ থেকে শুরু করে জারবেরা বা পিটুনিয়ার মতো রঙিন ফুলের গাছ টবে সাজিয়ে রাখতে পারেন। বারান্দা থেকে ঝুলিয়ে সুদৃশ্য টবের গাছ রাখলে পরিবেশে বাড়তি সৌন্দর্য যোগ হবে।

শীতে এসি বন্ধ করার আগে মেনে চলুন এই যত্নের টিপস

৪. সঠিক আলো বেছে নিন:
রাতের পরিবেশ সুন্দর করতে আলো গুরুত্বপূর্ণ। দিনের বেলায় সূর্যালোক থাকলেও রাতে মৃদু আলো বা বাহারি ঝাড়বাতি ব্যবহার করুন। পাট বা পোড়ামাটির লণ্ঠন ঝুলিয়ে দিলে বারান্দার পরিবেশে নান্দনিকতা আসবে।

৫. কম্বল রাখুন:
খোলা বারান্দায় শীতের সন্ধ্যায় বসতে চাইলে হাতের কাছে পাতলা নরম কম্বল রাখুন। পার্টির সময় অতিথিদের জন্যও এটি উপযোগী হবে। শীতের শীতলতা উপভোগ করতে কম্বল আপনাকে বাড়তি আরাম দেবে।

শীতকালে রোদ ঝলমলে দিনের বারান্দায় বসে পছন্দের বই হাতে গরম চা বা কফির কাপে চুমুক—এর মতো আরামের অনুভূতি আর কী হতে পারে! দক্ষিণমুখী কোনো বারান্দা থাকলে সেখানেই সময় কাটাতে চাইবেন সবাই। শুধু দিনের আলো নয়, সান্ধ্য পার্টির জন্যও এই জায়গাটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। প্রয়োজন শুধু সঠিক সাজসজ্জা।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর