ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: মহিলাকে হেনস্থার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
স্কুটি চুরি হয়ে গিয়েছিল ওই মহিলার। দু’দিন ধরে খুঁজেও মেলেনি স্কুটি। তাই ওই মহিলা থানায় এসেছিলেন অভিযোগ দায়ের করতে। কিন্তু সেখানেও বিপদ!
বোরখা পড়েই এসেছিলেন থানায়। আর তা নিয়েই যত কাণ্ড!
অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করতে এলে হেড কনস্টেবল তাকে জিজ্ঞেস করে বোরখা পরে কেন এতো সুন্দর মুখ ঢেকে রেখেছেন? ঘটনায় ওই কনস্টেবলের বিরুদ্ধে হেনস্থামূলক অভিযোগ তোলেন তিনি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ছত্তীসগঢ়ে সেনা-মাওবাদীর গুলির লড়াই | নিহত তিন মাওবাদী
জানা গিয়েছে, ভ্যালেন্টাইন ডে-তে স্কুটি চুরি হয়ে যায় ওই মহিলার। দুদিন খোঁজা- খুঁজি করে না মেলায় বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন তিনি। সেখানেই হেড কনস্টেবল তাকে প্রশ্ন করে, কেন তিনি এত সুন্দর দেহ বোরখার আড়ালে ঢেকে রেখেছেন? ঘটনায় হেনস্থার অভিযোগ তুলে সোচ্চার হয়েছে ওই মহিলা। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয় অভিযুক্ত ওই কনস্টেবলকে।