পুস্পিতা বড়াল, ২ এপ্রিল: কংগ্রেসের তরফে ফের প্রার্থী তালিকা ঘোষণা হল। কংগ্রেস শিবির একসঙ্গে একগুচ্ছ রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করল। পশ্চিমবঙ্গও রয়েছে সেই তালিকায়। হাত শিবির রাজ্যের দার্জিলিং আসনে প্রার্থী ঘোষণা করল। কংগ্রেস মুণিশ তামাং-এর নাম ঘোষণা করল দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে। এছাড়াও এদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, অন্ধ্রপ্রদেশ, বিহার ও ওড়িশার একগুচ্ছ আসনে।
অন্ধ্রপ্রদেশ, বিহার ও ওড়িশার একাধিক আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে!
অরুণাচলের ৩০ টি জায়গার নাম বদলে নিজেদের বলে দাবি চিনের, চিনকে বার্তা ভারতের
বিজেপির দখলে দার্জিলিং লোকসভা আসনটি রয়েছে ২০০৯ সাল থেকে। বিজেপি প্রার্থী যশবন্ত সিং ২০০৯ সালে দার্জিলিং কেন্দ্রে জয়লাভ করেন। সুরিন্দর সিং আহলুয়ালিয়া ওই কেন্দ্রে জয় লাভ করেন ২০১৪ সালে। তারপর রাজু বিস্ত গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন দার্জিলিং থেকে।
বিজেপি এই নির্বাচনেও ফের একবার রাজু বিস্তকেই ওই আসনে টিকিট দিয়েছে। পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস গোপাল লামাকে দার্জিলিং থেকে দাঁড় করিয়েছে। আর এবার কংগ্রেস সেই আসনে প্রার্থী ঘোষণা করে দিল। রাজু বিস্ত ২০১৯ সালে ৭ লাখ ৫০ হাজার ৬৭ ভোট পেয়ে জয়ী হন দার্জিলিং লোকসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী অমর সিং রাই ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। শংকর মালাকার সেই বছর কংগ্রেসের হয়ে লড়াইতে ছিলেন। ৬৫ হাজার ১৮৬ টি ভোট আসে শংকরের ঝুলিতে।