বেলডাঙায় হিন্দু নিধনের অভিযোগ, মমতাকে আক্রমণ সুকান্তের

ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:মুর্শিদাবাদের বেলডাঙা সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, সেখানে ‘বাংলাদেশের কায়দায়’ হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে। তার দাবি, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা কিঞ্জল নন্দের

তোষণের রাজনীতি


সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে রাস্তায় জ্বলতে থাকা আগুন এবং ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে এক ব্যক্তি রাস্তার মাঝে আহত অবস্থায় পড়ে আছেন, যাকে মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে লিখেছেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে?

শিবপুরে তৃণমূল বিধায়কের গাড়ি দুর্ঘটনাঃ মৃত্যু ২, গুরুতর আহত ৩

প্রসঙ্গত, বেলডাঙার এই ঘটনা রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি করেছে। এর আগে মুর্শিদাবাদের শক্তিপুরেও রামনবমীর মিছিলে সংঘর্ষ হয়েছিল। সেই সময়ও বহু মানুষ আহত হয়েছিলেন।বেলডাঙার সাম্প্রতিক হিংসা নিয়ে রাজ্য সরকার এখনও কোনো মন্তব্য করেনি। তবে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে তৃণমূলের তোষণের রাজনীতিকে দায়ী করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর