ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু প্রায় দুই মাস ধরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারাগারে দিন কাটাচ্ছেন। তাঁর জামিনের জন্য গত কয়েকদিন আগে চট্টগ্রাম দায়রা আদালতে আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর চিন্ময় প্রভুর আইনজীবীরা ঢাকা হাই কোর্টে তাঁর জামিনের জন্য আবেদন করেন, কিন্তু ২0 জানুয়ারি মামলাটি তালিকাভুক্ত হলেও, শেষ পর্যন্ত সেই শুনানি হয়নি। আদালতের শুনানির তালিকায় মামলাটির সিরিয়াল অনেক পিছনে ছিল বলে জানিয়েছেন আইনজীবী সুমনকুমার রায়। তবে তিনি আশা করছেন, আগামী সপ্তাহে জামিনের শুনানি হতে পারে।
ট্রাম্পের নতুন নীতিতে আমেরিকায় সরকারি নথিতে শুধুমাত্র পুরুষ এবং মহিলা লিঙ্গের উল্লেখ
হেনস্থার শিকার
এটি একটি দীর্ঘ আইনি লড়াইয়ের অংশ। এর আগে চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিনের জন্য লড়তে গিয়ে হেনস্থার শিকার হন অনেক হিন্দু আইনজীবী। তবে ২০২৪ সালের ২ জানুয়ারি ঢাকা থেকে কয়েকজন হিন্দু আইনজীবী চট্টগ্রামে গিয়ে চিন্ময় প্রভুর জামিনের জন্য আদালতে সওয়াল করেন। কিন্তু আদালত তাদের আবেদনও খারিজ করে দেয়। এর আগে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষও চট্টগ্রামে গিয়ে চিন্ময় প্রভুর পক্ষে সওয়াল করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তাকে হেনস্থার শিকার হতে হয়। এরপর অপূর্বকুমার ভট্টাচার্যের নেতৃত্বে ১১ জন আইনজীবী চট্টগ্রাম আদালতে যান এবং জামিনের জন্য আবেদন করেন, কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়।উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ একটি সমাবেশ আয়োজন করেছিল, যেখানে চিন্ময় প্রভুও বক্তৃতা দিয়েছিলেন। সেই সমাবেশে তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন, এমন অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা ফিরোজ খান ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ২৫ নভেম্বর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয় এবং পরে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
এদিকে, চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে হিন্দু সম্প্রদায়ের অনেক সদস্য জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করলে তীব্র সংঘর্ষ বাধে, যার ফলে এক আইনজীবী নিহত হন। এই ঘটনায় অন্তত ১০ জন হিন্দুকে গ্রেফতার করা হয়, এবং চট্টগ্রাম বারের ৬০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে বর্তমানে অনেক আইনজীবী চট্টগ্রাম আদালতে স্বাভাবিকভাবে প্র্যাক্টিস করছেন, কিন্তু চিন্ময় প্রভুর পক্ষে কেউ আর মামলা লড়তে সাহস পাননি।চিন্ময় প্রভুর জামিনে এখনও পর্যন্ত জটিলতা কাটেনি এবং এই পরিস্থিতিতে আইনজীবীরা আগামী সপ্তাহে শুনানির জন্য চেষ্টা করবেন।