শব্দবাজির আতঙ্কে শহরবাসী

ব্যুরো নিউজ ৬ নভেম্বর : দীপাবলির সময়ে শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি শব্দবাজির দাপটে অতিষ্ঠ হতে হয়েছিল শহরবাসীকে। নিয়মের তোয়াক্কা না করেই দিনের পর দিন চলেছিল এই শব্দ তাণ্ডব। বেআইনি বাজি বিক্রি এবং বাজি ফাটানোর নির্ধারিত সময়সীমা অমান্য করে এই শব্দযজ্ঞ শহরের বেহালা, হরিদেবপুর, কসবা, কাশীপুর, ইএম বাইপাসের মতো এলাকায় বিরামহীনভাবে চলতে থাকে।

ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণ, “আমেরিকা আবার শ্রেষ্ঠ হবে” বললেন ডোনাল্ড ট্রাম্প

৩৭০০ জন পুলিশ মোতায়েন থাকবে

এ বছর দীপাবলিতে বাজির তাণ্ডব রুখতে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন অনেকেই। ফলে দীপাবলির পর শহরবাসীর মনে ছট উৎসবকেও কেন্দ্র করে একই আতঙ্ক বিরাজ করছে—শব্দদূষণের কবলে পড়তে হবে না তো আবার?পরিবেশকর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’-এর সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, ‘‘এ বছর বাজি বিক্রি নিয়ন্ত্রণে প্রশাসনের তেমন নজরদারি ছিল না। প্রায় সব বাজারেই মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেআইনি বাজি বিক্রি হতে দেখা গিয়েছে। ফলে দীপাবলি, ছট বা ভবিষ্যতের যে কোনও উৎসবে আরও বেশি সমস্যা তৈরি হতে পারে।’ছট উৎসবকেও কেন্দ্র করে প্রতি বছর শহরে বেআইনি শব্দবাজির অভিযোগ ওঠে। শুধু শব্দবাজিই নয়, সঙ্গে যুক্ত হয় উচ্চমাত্রার ডিজে সাউন্ডের ব্যবহার। গঙ্গার ঘাট এবং ছট উপলক্ষে তৈরি অস্থায়ী পুকুর চত্বরে ভোর থেকেই এই বাজি ফাটানো হয় বলে অভিযোগ রয়েছে। গত বছর এই শব্দ তাণ্ডবের আওতা থেকে বাদ পড়েনি হাসপাতাল চত্বরও। ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালের জলাশয়ে বেআইনি বাজি ফাটানোর দৃশ্য ধরা পড়েছিল। সেই পরিস্থিতি এ বছরও পুনরাবৃত্তি ঘটবে না, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিয়ের মরশুমে সাড়ে ৪ লক্ষ বিয়ের আসর, ৬ লক্ষ কোটি টাকার বাণিজ্য প্রত্যাশিত

এই পরিস্থিতিতে লালবাজার থেকে ছট উপলক্ষে কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার শহরের ১৩৩টি ছট পালনের স্থানে অতিরিক্ত ৩৭০০ জন পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ। গঙ্গার ঘাট এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে থাকবে বিশেষ নজরদারি। লালবাজারের এক পুলিশকর্তা বলেন, ‘‘দীপাবলির আগে এবং সময়ে বেআইনি বাজি বাজেয়াপ্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার ছটেও আলাদা করে নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রতিটি ডিভিশনকে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর