ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: ভারতীয় সৈন্যদের তরফে জম্মু ও কাশ্মীর সিমান্তের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারায় ছত্রপতি শিবাজি মহারাজ মূর্তির পদদেশে শিব জয়ন্তী উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
গরু পাচার মামলায় দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন দেব
এই শিব জয়ন্তী উৎসব হলো একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর এই অনুষ্ঠানটি আড়ম্বরের সাথে পালন করা হয়ে থাকে। এবারো তার বিকল্প ঘটলো না।
সিমান্তে আয়োজিত শিব জয়ন্তী
আয়োজিত ওই অনুষ্ঠান জম্মু-কাশ্মীর সিমান্তে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। এদিন সৈন্যদের ছত্রপতি শিবাজি মহারাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। বর্তমানে সেই এলাকার তাপমাত্রা ০ ডিগ্রির নিচে।
চারিদিকের বরফে ঢাকা তুষারপাত ও চারপাশে সাদা মাটির মনোরম দৃশ্য এক অদ্ভুত ও সুন্দর পরিবেশ উপহার দেয়। সকলে স্যালুটের মাধ্যমে অনুষ্ঠান টি সুসম্পন্ন করেন। ইভিএম নিউজ