শর্মিলা চন্দ্র, ২০ মার্চ: ভোটের আগে চাপের মুখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ।
ভোটের মুখে চাপে মহুয়া
ভোটের মুখে ফের বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র৷ এবার মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷ নগদের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, লোকপাল লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা জানিয়েছে। পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে৷
উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল৷ অভিযোগ করেছিলেন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ খতিয়ে দেখে সংসদের এথিক্স কমিটি মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এথিক্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷
অন্যদিকে, মুহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই নিশিকান্ত দুবে নিজের এক্স হ্যান্ডেলে লেখে, সত্যের জয় হল৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷ প্রমাণিত হল যে তৃণমূলের প্রাক্তন সাংসদ হিরানন্দানির সঙ্গে মিলে দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন৷
সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে বেশ চাপের মুখে কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। অন্যদিকে নির্বাচনী প্রচারে মহুয়া মৈত্রর এই ইস্যুকেই বিজেপি যে হাতিয়ার করবে বলে তা বলাই বাহুল্য।