ডেলিভারিতে লাঞ্চের আগে মন ভরিয়ে নিলেন আকাশ দীপ
ব্যুরো নিউজ, ২০সেপ্টেম্বর :এই গরমে পেসারদের জন্য কার্যকরীভাবে বোলিং করার জন্য ছোট ছোট স্পেলে কাজ করা অপরিহার্য। জসপ্রীত বুমরা প্রথম স্পেলেই উইকেট দখল করেছেন, তবে সিরাজ কিছুটা হতাশা নিয়ে ফিরে এসেছেন। একটি সম্ভাব্য উইকেটকে হাতছাড়া করতে হয়েছে, যেটি আম্পায়ারও আউট দেননি। তবে যখন আকাশ দীপ বোলিংয়ে আসলেন, তখন মাঠের পরিবেশে যেন নতুন আশা জেগে উঠল। এটি তার কেরিয়ারের দ্বিতীয় টেস্ট,