
পুজোয় ঘুরে আসুন পাহাড় ঘেরা সুন্দরী গ্রাম আমলাশোল
ব্যুরো নিউজ,১৮ জুলাই: পুজোর আর বেশি দেরি নেই। শুরু হয়ে গিয়েছে সমস্ত পরিকল্পনা। আর বিশ্বজুড়ে আপামর বাঙালি সারা বছর ব্যস্ততার মধ্যে অপেক্ষায় থাকেন, কখন আসবে দুর্গাপুজো। বাঙালির কাছে এই শারদোৎসব সারা বছরের ব্যস্ততা থেকে সমস্ত কিছু ভুলে গিয়ে আনন্দের মধ্যে বেশ কটা দিন কাটিয়ে দেওয়া। খাওয়া দাওয়া, ঘোরাফেরা সমস্ত কিছুই রয়েছে এই তালিকায়। এখনো যদি পুজোয় কোথায় বেড়াতে যাবেন, কোনো





























