
গরমের ছুটিতে ভুলেও ছাড়া যাবে না এই ৭ বন্ধু!
ব্যুরো নিউজ,৮ মে: মে মাস পড়তেই সূর্য যেন আরও রুদ্ররূপে। তবে গ্রীষ্মের এই ছুটির মরসুমেই অনেকে পরিবার নিয়ে বেড়ানোর পরিকল্পনা করেন। পাহাড় হোক কিংবা সমুদ্র, ভ্রমণের আনন্দ যাতে গরমের দাপটে মাটি না হয়, তার জন্য আগে থেকেই প্রস্তুতি জরুরি। চিকিৎসকেরা বলছেন, গরমে বেড়াতে গেলে কিছু বিশেষ জিনিস সঙ্গে রাখলেই অর্ধেক বিপদ এড়ানো সম্ভব। “অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০