দ্বিতীয়বার আমেরিকা সফরের আগে কী বলেছিলেন বীর সন্ন্যাসী?
লাবনী চৌধুরী, ১০ জানুয়ারি: দ্বিতীয়বার আমেরিকা সফরের আগে কী বলেছিলেন বীর সন্ন্যাসী? ১৮৯৩ সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কার উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল দ্যি কলম্বিয়ান এক্সপোজিশন। সেই মেলার অন্যতম অনুষ্ঠান হিসেবে ছিল বিশ্বধর্ম সম্মেলন। তাতে ১০টি ধর্ম অংশগ্রহণ করেছিল। সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন স্বামী বিবেকানন্দ। কে ছিলেন বিবেকানন্দ? জীবনের বহুবিধ বাধা অতিক্রম করে রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এসে নরেন্দ্রনাথ হয়ে ওঠেন বীর