
মে মাসেই ফলের রাজা পাতে , চিনবেন কীভাবে?
ব্যুরো নিউজ ২৭ মে : আমের মরসুম মানেই বাঙালির পাতে হিমসাগরের মিষ্টি গন্ধ। কিন্তু ইদানীং বাজার ছেয়ে গেছে নকল হিমসাগরে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ফল বিক্রেতারা অন্য জাতের আমকে হিমসাগর বলে বিক্রি করছেন, ফলে আসল হিমসাগরের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। তাই, আসল হিমসাগর চেনার কিছু সহজ উপায় জেনে রাখা অত্যন্ত জরুরি। কখন ও কোথায় মেলে হিমসাগর? হিমসাগর আম