
পটলডাঙার ২০ নম্বর বাড়ির আড্ডা থেকে ইতিহাসে জায়গা
মিঠুন নিউজ ১১ জুন: বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র টেনিদা সত্যিই ছিলেন, এবং তিনি শুধু কল্পনার মানুষ নন—তিনি হাড়-মাংসের এক জীবন্ত ব্যক্তিত্ব ছিলেন, যিনি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রতিবেশী ও বাড়িওয়ালা ছিলেন। তাঁর আসল নাম ছিল প্রভাতকুমার মুখোপাধ্যায়। কলকাতার আমহার্স্ট স্ট্রিট ও হ্যারিসন রোডের সংযোগস্থলের এক গলিতেই ছিল সেই ঐতিহাসিক ঠিকানা—২০ নম্বর পটলডাঙার স্ট্রিট। এখানেই এক সময় আড্ডা জমতো চাটুজ্জেদের রোয়াকে,



























