
Amrapali : আমগাছের নিচে পরিত্যক্ত শিশুকন্যা ‘আম্রপালী’ , ইতিহাসের বিস্ময়কর অধ্যায়
ব্যুরো নিউজ ০৫ জুলাই ২০২৫ : ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন, যাঁদের জীবনগাথা আজও বিস্ময় ও কৌতূহল সৃষ্টি করে। এমনই একজন হলেন বৈশালীর কিংবদন্তী নগরবধূ আম্রপালী। প্রায় আড়াই হাজার বছর আগে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় আবিষ্কৃত এই শিশুকন্যা, যাঁর নামকরণ হয়েছিল ‘আম’ এবং ‘পল্লব’ (কচি পাতা) শব্দদ্বয়ের সংমিশ্রণে ‘আম্রপালী’, কে জানত, একদিন তিনিই হয়ে উঠবেন ইতিহাসের এক