
মন্দির নয়, যেন সোনার খনি! লক্ষ্মীর দানে সরকার কি খুলছে লভ্যাংশের দরজা?
ব্যুরো নিউজ,১৮ এপ্রিল: তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে অবস্থিত ২১টি মন্দিরে ভক্তদের দান করা সোনা এত দিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। এবার সেই সোনাকে গলিয়ে ব্যাংকে গচ্ছিত রেখে সুদের মাধ্যমে আয় শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তামিলনাড়ুর হিন্দু ধর্মীয় এবং ধর্মীয় সম্পত্তি বিষয়ক মন্ত্রী পি. কে. শেকর বসু জানান, মন্দিরের গলানো সোনা থেকে বছরে প্রায় ১৮ কোটি টাকার সুদ পাচ্ছে