ব্যুরো নিউজ, ২১ মার্চ: লোকসভা নির্বাচনের দামামা বেজেছে অনেক আগেই সেই মত প্রতিটি রাজনৈতিক দল তাদের মাটি শক্ত করতে নিয়েছে বিভিন্ন রণকৌশল। এমনকি ময়দানে নেমে দেদারে চালাচ্ছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যেই বিজেপি তার তালিকা প্রকাশ করেছে। এরপরেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু, সেদিক থেকে এখনও প্রার্থীর নাম খোলসা করেনি কংগ্রেস। এর মধ্যেই বাম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে চলছিল জোর জল্পনা। তবে, আট আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিল ISF। আজ সেই আটটি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল ISF।
ব্যাঙ্ক থেকে উধাও হত্তয়া লাখ লাখ টাকা ফেরত পেল উলুবেড়িয়া পুরসভা! কিন্তু কিভাবে?
প্রথম পর্যায়ে ৮টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ। মালাদহ উত্তর, বারাসত, জয়নগর, বসিরহাট, মুর্শিদাবাদ, শ্রীরামপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম এই আটটি কেন্দ্রের প্রার্থীর নাম দিল নওশাদের দল।
রইল ISF-এর ৮টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা:
মালাদহ উত্তর - মহম্মদ সাহেব জয়নগর-মেঘনাদ হালদার মুর্শিদাবাদ-হাবিব শেখ বারাসত- তাপস বন্দ্যোপাধ্যায় বসিরহাট-মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা মথুরাপুর-অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর- শাহরিয়ার মল্লিক ঝাড়গ্রাম- অধ্যাপক বাপি সরেন