ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:সদ্য সমাপ্ত ভারতে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ঘুরে দাঁড়ালো ভারত। নিউজিল্যান্ডের কাছে ভারতের মাটিতে তিন টেস্টে হেরেছিল ভারত। হোয়াইট ওয়াস। কিন্তু অস্ট্রেলিয়ায় বুমরা তার বিধ্বংসী বোলিংয়ে আর দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলের ব্যাটে জয়ের গন্ধ পাচ্ছে ভারত।
কন্যাশ্রী প্রকল্প সুরক্ষায় ঝুঁকিঃ সাইবার অপরাধীদের নজরে কি এবার মুখ্যমন্ত্রীর স্বপ্ন?
জয়ের গন্ধ
প্রথম ইনিংসে ১৫০ রানে মাত্র ৪৯. ৪ ওভারে অলআউট হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বুমরা আর সিরাজের বলে ল্যাজে গোবরে হয়ে যায়। মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হ্যাজেল উড চারটি উইকেট পায় আর প্যাট কামিন্স পেয়েছে দুটো উইকেট। মার্স জুলিতে তুলেছে দুই উইকেট। ভারতীয় ইনিংসে সর্বাধিক ৪১ রান করেন নিতীশ রানা। এরপর ঋষভ পন্থ ৩৭ রান করে কামিন্সের বলে এবং স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যায়। তবে অদ্ভুত ছয় মেরেছে পন্থ যা নিয়ে চর্চা হচ্ছে অস্ট্রেলিয়ায়। এরপর ২৬ রান করেন কে এল রাহুল। কিন্তু তার আউট নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে তবে ভারতীয় বাটারদের মধ্যে ০ রান যশস্বী, দেবদত্ত ও সিরাজের নামের পাশে। প্রথম ইনিংসে তাদের তেমন জ্বলে উঠতে দেখা যায়নি। এমনকি ধারাবাহিক খারাপ ব্যাট করে চলেছেন বিরাট কোহলি। মাত্র পাঁচ রানে উইকেট খুইয়ে ফেরেন। ধ্রুব জুরেল ও দাগ কাটতে পারলেন না। প্রথম ইনিংসে ব্যাটে মাত্র ১১ আর ওয়াশিংটন সুন্দর মাত্র চার রানে আউট। বুমরার ঝুলিতে মাত্র ৮ রান আর হর্ষিত সাত রান।এই ছিল প্রথমে ইনিংসে ভারতের অবদান।
আদানি গ্রুপের শেয়ার দরে ওঠানামা, মার্কিন আদালতের মামলা ঘিরে উদ্বেগ
এরপরে দ্বিতীয় দিনে আরো তিনটি উইকেট পড়ে যায় দ্রুত। ফলে প্রথম দিনের অস্ট্রেলিয়ার ৬৭ রানে ৭ উইকেটের পরে মাত্র ৩৭ রান যোগ হয়। শেষ হয় ১০৪ রানে। ফলে প্রথম ইনিংসেই ভারত লিড পায় ৪৬ রানের। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ওপেনার যশোর সি জয়সওয়াল ১৯৩ বলে ৯০ রানে নট আউট থাকেন। আর কে এল রাহুল ৬২ রান করে ক্রিজে। ফলে ইতিমধ্যে ১৭২ রানের জুটি গড়ে উঠেছে জসস্বি ও রাহুলের ব্যাটে। ভারত এখনই এগিয়ে গিয়েছে ২১৮ রানে। আগামীকাল তৃতীয় দিনে সেঞ্চুরি পাওয়া উচিত যশস্বীর। ধৈর্য ধরে যেভাবে রাহুল খেলছেন তাতে তার ও সেঞ্চুরি হওয়া অস্বাভাবিক নয়। রাহুলের অষ্টম সেঞ্চুরি হবে কিনা তাই নিয়ে চিন্তিত তার ফ্যান ফলোয়াররা। ভারতীয় দল অন্তত ৩০০ বেশি রানে লিড নিতে পারলে দ্বিতীয় ইনিংসে বুমরার বল সামাল দেওয়া অস্ট্রেলিয়া দের পক্ষে কঠিন হবে কারণ পিচ ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে। তাই জয়ের গন্ধ ভারতীয় ক্রিকেট দলের সবার নাকেই পৌঁছেছে।