বাঁ হাতি শচীন পুত্রের ৫ উইকেট

ব্যুরো নিউজ,১৪ নভেম্বর:দীর্ঘদিন পরে রঞ্জী ট্রফিতে খেলতে নেমে পাঁচ উইকেট নিলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন। বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনেই বাঁহাতি স্পিনার অর্জুন টেন্ডুলকারের বোলিং দাপটে জয়ের সম্ভাবনা তৈরি হলো গোয়ার। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানে শেষ হয়ে যায় অরুণাচল প্রদেশের ইনিংস। দিনের শেষে গোয়ার স্কোর দু উইকেটে ৪১৪। আর অর্জুনের বোলিং গড় ন ওভারে তিনটি মেডেল দিয়ে ২৫ রানে পাঁচ উইকেট।

আবাস যোজনার টাকা নিয়ে বিভ্রান্তিঃ পুরুলিয়ায় নতুন কেলেঙ্কারি

শামির ঝুলিতে শুন্য

গোয়ার ব্যাটসম্যান কাশ্যপ বাকলে ১৭৯ রান করে আর স্নেহাল কৌঠানকর ১৪৬ রান করে জোড়া সেঞ্চুরিতে অনেকটাই পেছিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশকে। মুম্বাইয়ের তেমন ভাবে সুযোগ পাননি অর্জুন তাই গোয়ার হয়ে তিনি খেলছেন রঞ্জী ট্রফি। তার এই কৃতিত্ব আইপিএল এর বিভিন্ন টিমের মালিকদের দৃষ্টি আকর্ষণ করবে কিনা তা সময়ের অপেক্ষা। অনেকেই মনে করছেন আইপিএলের ফ্রাঞ্চাইজিরা এবার অর্জুনের দিকে ফিরে তাকাতে পারেন। আর আইপিএলের সুযোগ পেলে অর্জুন ভালো পারফরম্যান্স করলে অনেকটাই এগিয়ে যাবেন।

নাবালকের হাতে ট্যাবের টাকা লেনদেনঃ রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ

অপরদিকে বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচে কোন উইকেটে পেলেন না পেশার মহম্মদ শামী। প্রায় এক বছর চিকিৎসা শেষে মাঠে ফিরে দাগ কাটতে পারলেন না শামী। ইন্দোরে রঞ্জি ট্রফির ওই ম্যাচে আকর্ষণ ছিল শামীকে কেন্দ্র করে কিন্তু তার বোলিং পারফরম্যান্স হতাশ করল। মধ্য প্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 22৮ রানে ইনিংস শেষ হয়ে যায় বাংলার। শাহবাজ আমেদ ৯২ রান ও অধিনায়ক অনুস্তুপ মজুমদার ৪৪ রান না করলে লজ্জায় পড়তে হতো বাংলাকে। মধ্য প্রদেশ প্রথম ইনিংসে পড়ে ব্যাট করতে নেমে ১০৩ রানে এক উইকেট হারিয়ে ব্যাট করছে। এখন দেখার দ্বিতীয় ইনিংসে শামী কি পারফর্মেন্স করেন তবে মধ্য প্রদেশের এই ম্যাচে যে তাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর