ব্যুরো নিউজ, ৬ ফেব্রুয়ারি: ফের একবার বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো মধ্যপ্রদেশ। ঘটনায় ইতিমধ্যেই ২০ জন আহত হয়েছে বলে খবর। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আগুনের তীব্রতায় আহত ২০
জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় কার্যত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে গোটা এলাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। এলাকার বাসিন্দারা ভয়ে এদিক ওদিক ছুটে বেরাচ্ছেন।
ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি মাছ ব্যবসায়ী
ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব পরিস্থিতির খবর নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তাঁরা বহু চেষ্টায় সেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রনে আনতে সফল হয়েছেন। এছাড়াও ঘটনার তীব্রতায় এলাকায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বাজি কারখানার এক কর্মী বলেন, যেই সময় বিস্ফোরণ ঘটে সেই সময় কারখানায় ১৫০ জন শ্রমিক কাজ করছিল। আগুনের তীব্রতায় কম- বেশি ঝলসে গিয়েছেন সকলেই । ইভিএম নিউজ