ব্যুরো নিউজ, ২৭ মার্চ: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ সমাবর্তন অনুষ্ঠান। আর এই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে তৈরি হল উত্তেজনা। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রবেশ করতেই তাকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ।
মমতাকে কুরুচিকর মন্তব্যের জেরে শো কজ দিলীপ
একই দিনে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ও কোর্ট মিটিং। তবে জানা গিয়েছে, কোর্ট মিটিং-এর জন্য রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের তরফে কোনও অনুমোদন মেলেনি। কিন্তু তা স্বত্বেও মহা সমারোহে একইসঙ্গে হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান ও কোর্ট মিটিং। আর এতেই কার্যত ক্ষোভ বাড়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের একাংশের। এই ঘটনার বিরোধিতায় তৃণমূল ছাত্র সংগঠন বুধবার বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-বিক্ষোভ দেখায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, “কয়েকদিন আগেই রাজ্যের উচ্চ শিক্ষাদফতরের তরফে জানানো হয়েছে যে, এখনকার উপাচার্য স্থায়ী নন। তার সমাবর্তন অনুষ্ঠান করার যোগ্যতা নেই। কিন্তু তাদের অভিযোগ, এসব জানানোর পরেও সমাবর্তন অনুষ্ঠান কড়া হচ্ছে। এমনকী রাজ্যপালকেও আনাহচ্ছে। এই ঘটনারই তীব্র বিরোধিতা করে তারা।